দস্যি ছেলে

দস্যি ছেলে

{পল্লী কবি জসিম উদ্দীনের দেওয়া দস্যি ছেলে।}
 সিয়াম বিল্লাহ ফুরকান

 কোথায় সেই তুলির পরশ
 যেথা দেখা যায় শাপলা সারস
ডাহুক মেয়ে ডাকে রাতে ধান,
তরমুজ আর গম ক্ষেতে ।

 কোথায় সেই পল্লী বালা
সখির জন্য গাঁথবে মালা
কলসি কাকে পুকুর ঘাটে
পায়েল পায়ে দুলিয়ে হাটে ।

কোথায় সেই রাখাল ছেলে
বাঁশি বাজাবে সুরের তালে
ছেরে দিয়ে গরু মাঠে
ফিরে আসবে সূর্য যখন পাঠে ।

কোথায় সেই একে বেকে পথ
ধান কাউনের মাঝ দিয়ে গরুর গাড়ির রেখায় ক্ষত
হাজার ধাঁধার জাল নিয়ে ।


No comments

Thanks for your Comment

Powered by Blogger.