জীবনের খোরাক
জীবনের খোরাক
সিয়াম বিল্লাহ ফুরকান
চলছি ছুটে বন্য পাখি
হন্য হয়ে খুজছি বাসা
ভেঙ্গেছে ঘর ঝরের তরে
নিভেছে প্রদিপ আশা।
জীবন যেন এক দুঃস্বপ্ন
ঘুম ভাঙ্গা এক সকাল
প্রত্যুসে যার সূর্যদ্বয়
দিন গড়ালেই বিকাল।
সময় থাকতে না গড়িলে
আলকবর্তিকা চেরাগ
সামনে আধার কাল যার
হবে জীবনের খোরাক।
No comments
Thanks for your Comment