দরদি ডাক
দরদি ডাক
তোমাকে ভাবব না বলেই
রাতটা নির্ঘুম কাটে,
প্রতিটা ক্ষণ ভাবে এই মন
সূর্য নামে পাঠে।
চাপা পড়ে সবুজ তৃণলতা
যেমন ফিকে হয়ে যায়,
তোমার বিরহে এ মনে
আশা গুলো হতাস হয়।
ঝিনুকের মত ভালোবাসা দিয়ে
আগলে রেখেছিলে মোরে,
পারিনিতো হতে মুক্তা তোমার
এই পৃথিবীর 'পরে।
বুঝিনি তো কভু অর্থের কষাঘাত
নিত্য হত মোর সোনালি প্রভাত।
আজিকে আমার এই ভব সংসারে
কি জানি তোমার অপেক্ষা করে।
জানি আসবে না তবুও কাদি
তোমার দেখানো আশায় বুক বাঁধি।
এখনও শুনতে পাই দরদি ডাক
ঘুম ভেঙ্গে গেলে হই অবাক।
খোদার তরে করি প্রার্থনা
তুমি করে দাও তারে মার্জনা।
No comments
Thanks for your Comment