গ্রাজুয়েশন শেষ হবে
গ্রাজুয়েশন শেষ হবে
সিয়ামহরিন ছানা জেদ ধরেছে
করবে লেখা পড়া
শিয়াল মামার পাঠশালাতে
হয়েছে পাঠ সারা।
তবুও তার মন ভরেনি
উচ্চ শিক্ষা নিবে
গ্রাজুয়েশন শেষ করতে
বিশ্ববিদ্যালয়ে যাবে।
অনেক আশা নিয়ে ছানা
ভর্তি হল শেষে
বিশ্ববিদ্যালয় পড়ে সেতো
রুখবে তারে কিসে।
বিশ্ববিদ্যালয়ে এসে দেখে
কচ্ছপ তার মাস্টার
দুরন্ত পনা হরিন ছানার
মন টেকে না আর।
হরিন ছানা ভাবছে এখন
কবে যে মুক্তি হবে?
আরও কতটা সময় পর
তাঁর গ্রাজুয়েশন শেষ হবে।
No comments
Thanks for your Comment