অপেক্ষা ২

অপেক্ষা ২
____সিয়াম


একটা সন্ধার অপেক্ষায়
যেদিন তোমাকে আমাকে নিয়ে
সবাই ব্যস্ত থাকবে!
শুধু আমাদেরই কোন কাজ থাকবে না!
সারাটা বাড়ি থাকবে ফুলেল সুরভিত
বিজলি বাতির আলো আধারি খেলা;
বাড়িতে সবাই আজ আনন্দিত
শুধু আমাদের জন্য।

একটা সামাজিক বন্ধন একটা পরিবার
একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে,
কিন্তু একটা অনির্ধারিত সিন্ধান্ত
এই সব কিছু নষ্ট করে দেবে;
না সাজানো বাড়ি, হই হুল্লোর,
সবার মুখে আনন্দের রেখা
সবই নষ্ট করে দেবে।

একটা অনির্দিষ্ট গন্তব্যে চলার চেয়ে
পরিচিত পথ অনেক সহজ, মসৃণ,
নয় বন্ধুর, দূর্গম, কণ্টকাকীর্ণ
বাগানের প্রথম বাচাইয়ের ফুল
সবচেয়ে সেরা সুন্দর হয়,
আর ভ্রমরই চেনে তার প্রিয়ে
এটাই বুঝানোর অপেক্ষায়।

No comments

Thanks for your Comment

Powered by Blogger.