ভালো লাগার কিছু সময়
এভাবে দেখা হয় নি কখনও। রাতের নিরবতা, নিকশ কালো আকাশ দেখা আমার কাছে নতুন নয়। কৃষ্ণপক্ষের রাতে একা হাটাহাটি, ঘার ভেঙ্গে আকাশের দিকে তাকিয়ে তারা গুনা আর হাসনাহেনার মন কারা গন্ধে অনেক রাত কাটিয়ে দিয়েছি। তবে আজ একটু ভিন্ন, এই ক্যাম্পাসে এসে প্রথম আমার এই মন কারা মুহুর্ত পেলাম।
পরীক্ষা শেষ হয়েছে। পিকনিকে যাওয়ার প্রস্তুতি চলছে। রুমে শুয়ে শুয়ে পরিকল্পনা করছিলাম।
কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই জাগনা পেয়েই দেখি মাগরিবের আজান হচ্ছে। নামাজ পড়ে এসে
আবার শুয়ে পড়লাম। ইদানিং বিছানা টা যেন আমার কাছে খুব বেশি আপন হয়ে গেছে। সন্ধার পর
হলের রুম গুলো একেবারেই নিরব হয়ে যায়। দু একজন ছাড়া সবাই প্রায় বাহিরে থাকে। কেউবা
টিউশন কেউবা আড্ডা এই নিয়ে পড়ে থাকে। তবে আমার মত দু একজন হয়তো রুমে এই সময় টা কাটায়।
যাদের কোন কাজ থাকে না বা পর দিন পরীক্ষা থাকে।
আজ সারাটা দিন মেঘলা আকাশ ছিল। কয়েকবার সূর্যের ঝলক দেখা গেলেও তার স্থায়িত্ব খুব
কম ছিল। তারই সুবাদে রাতের আকাশ টা অনেক বেশি অন্ধকার হালকা ঠান্ডা হাওয়া বইছে। ইলেকট্রিসিটির
কারনে অন্ধকার টা বুঝা যাচ্ছে না অবশ্য গ্রাম্য কোন স্থান হলে ঠিকই অন্ধকার টা টের
পাওয়া যেত। বাহিরে ঠান্ডা হাওয়া বইলেও ঘরের ভিতরে গরম টা ভালোই।
জানালা খুলে ঘরে সব লাইট অফ করে বসে আছি। কাছের জানালা বাহিরের ল্যাম্বপোস্ট এর
লাইটের আলোয় ঘরের অন্ধকার টা অনেকটা ফিকে করেছে। অনেকক্ষন ধরে বসে আছি, এখন কি ভাবছি নিজেই
জানি না, স্মৃতি পাতা গুলো
দ্রুত পরিবর্তন হচ্ছে। হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম আমি আজ থেকে ৫ বছর আগে--------
একটা বেঞ্চে বসে আছি চারিধারে নিরবতা, ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি আর একটা মন মাতানো
গন্ধে বিভোর হয়ে আছি। কতক্ষণ বসে ছিলাম মনে নেই, কারও নরম হাতের ছোয়ায় সম্মিত ফিরে পেলাম। এই ঘোর
কালো নিকষ অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, ধবধবে সাধা জামা পড়ে
পাশে এসে দাড়িয়েছে। তার মুখখানা আমার মানসপঠে ধরে রাখতে পারি না, যতবারই দেখি ততবারই
শুধু দেখতে মন চায়। আমি শিল্পী হলে তুলির ছোয়ায় তাকে একে নিতাম সে যতটা সময় ছিল পাশে।
ক্ষনিকের এই মিলন মধুক্ষণ তো আর সব সময় আসে না।
-কিরে রুমে লাইফ অফ কেন রে?
রুমমেট এর কথায় আবার নিজেকে আবিষ্কার করলাম আমি রুমে বসে, আকা হল না তার চাদ
মুখখানা, শুধু পিছন থেকেই চেয়ে
রইলাম তারে। অবশেষে এই বিভরতার আসল কারন খুজে পোলাম, জানালা দিয়ে মন মাতানো হাসনাহেনার গন্ধ আসছে। এই
গন্ধে যে আমার মাদকতা আছে আবার বুঝতে পারলাম।
No comments
Thanks for your Comment