কি করবেন তখন?

কি করবেন তখন?

মনে করুন আপনি কোন এক আত্নীয়র বাসায় বেরাতে গেছেন। স্থানটা এমন যায়গা যেখানে সন্ধার অন্ধকার নামে তার আপন মহিমায়। বিজলি আলোর চোখ ধাধানি আলো নেই, আছে চেরাগের নিভু নিভু আলো। রাতটা কৃষ্ণপক্ষের পূর্নিমা রাত, মোবাইল এর আলোয় বেড়িয়েছেন প্রাকৃতিক ক্রিয়া সারতে! ব্যাটারি লো! সাধারণত এসকল বাসার ছোটঘর(পায়খানা) গুলো থাকে বাড়ি থেকে একটু দূরে বাশঝাড়ের পাশে বা ভিতরে।

বাড়িতে আংকেল আন্টি ছাড়া আর কেউ নাই। টয়লেটের খুব চাপ দিয়েছে। অনেক সাহস করে চার্জ ফুরিয়ে আসা ফোনটায় আলো জালিয়ে চলে গেলেন ছোটঘরে। কাজ শেষ বের হতে যাবেন ফোন টা অফ হয়ে গেলো। পুরোটাই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না! অনেক চেষ্টা করেও ফোন টা অন করতে পারলেন না।

ছোট ঘরের দরজা খুলে বাহিরে পা রাখার সাথে একটা তীব্র চিৎকার কানে ভেশে আসল। এর পরপরই বাশঝারের এমন সব অদ্ভুদ শব্দ হতে লাগল, মনে হচ্ছে পিছনের সব বাশ মনে হয় ভেঙ্গে গায়ে পরবে! আপনি কি করবেন তখন? দাড়িয়ে পড়লাম। অনেক্ষণ চোখ বন্ধ করে অন্ধকার টা ঠাওরে নেয়ার চেষ্টা করলাম। চোখ খোলার সাথে সাথেই কিছু একটা বিশাল পাখি উরে যেতে দেখলাম।

কেমন লাগবে তখন বলুন তো? আর আপনি কি করবেন তখন? ভয়ে সেন্সলেস, না সাহসী পায়ে এগিয়ে যাবেন, নাকি কিছু দেখা নাই ভো দৌড়?

No comments

Thanks for your Comment

Powered by Blogger.